Tuesday, July 12

কানাইঘাটে জেলা প্রশাসক!সন্ত্রাস জঙ্গীবাদ ও বাল্য বিবাহ ইসলাম কখনও সমর্থন করে না


নিজস্ব প্রতিবেদক: সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ এবং বাল্য বিবাহ ইসলাম কখনও সমর্থন করে না। কিন্তু শান্তির ধর্ম ইসলাম ও মুসলমানদের কলুষিত করার জন্য দেশী বিদেশী চক্র গভীর ষড়যন্ত্রের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যহত করার অপচষ্টো চালাচ্ছ।ে। বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিনত করার জন্য দেশে জঙ্গী ও সন্ত্রাসী হামলার চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদের মূল উৎপাটন করার জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মঙ্গলবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউটিডিসি হলে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে প্রতিরোধ এবং বাল্য বিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, দেশের অগ্রযাত্রা ব্যাহত করার জন্য বিদেশী ষড়যন্ত্রের অংশ হিসাবে জঙ্গী কার্যক্রম দেশে চালানো হচ্ছে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন করতে দেব না। জঙ্গীদের সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা পরাজিত করব ইনশাহআল্লাহ। উক্ত সভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, নিকাহ রেজিষ্ট্রার, ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ে কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক লুৎফুর রহমান, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির। বক্তব্য রাখেন, কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বানীগ্রাম ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামসুল আলম, মনসুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আতাউর রহমান, দারুল ঊলূম মাদ্রাসার শিক্ষক ক্বারী হারুনুর রশিদ, নিকাহ রেজিষ্ট্রার কাজী মাওঃ আব্দুশ শুকুর প্রমুখ। উক্ত অনুষ্ঠানে কানাইঘাট উপজেলাকে শীঘ্রই বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করার লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, কেউ বাল্য বিবাহের চেষ্টা করলে এর সাথে যারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে শক্ত ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেটের ৬টি উপজেলাকে ইতিমধ্যে বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কানাইঘাটকে আমরা শীঘ্রই যাতে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করতে পারি এজন্য জনপ্রতিনিধি, নিকাহ রেজিষ্ট্রার, ইমাম ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিকতার সহিত কাজ করতে হবে। সভায় জনপ্রতিনিধি ও সূধীবৃন্দ কানাইঘাটকে জঙ্গী ও বাল্য বিবাহ মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়