Thursday, July 14

কানাইঘাটে ক্ষেতের জমির উপর দিয়ে জোরপূর্বক ভাবে প্রভাবশালী মহল কর্তৃক রাস্তা নির্মাণের চেষ্টা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সদর ইউপির ছোটদেশ আগফৌদ গ্রামে এক সংখ্যালঘু পরিবারের ক্ষেতের জমির উপর দিয়ে জোরপূর্বক ভাবে প্রভাবশালী মহল কর্তৃক রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কানাইঘাট থানায় অভিযোগ দেওয়ার পরও মামলার আসামীরা বাদীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। অভিযোগে জানা যায়, ছোটদেশ আগফৌদ গ্রামের মৃত সিতাংশু রঞ্জন চৌধুরীর পৈত্রিক ক্ষেতের জমির উপর দিয়ে কয়েক বছর পূর্বে জোরপূর্বক ভাবে একই গ্রামের প্রভাবশালী মৃত আব্দুল লতিফের পুত্র মোঃ ফয়জুল হক (৪৫) গংরা মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করলে সিতাংশু রঞ্জন চৌধুরীর পুত্র কলেজ পড়ুয়া শিক্ষার্থী শংকর নারায়ন চৌধুরী বাদী হয়ে সে সময় থানায় ফয়জুল গংদের বিরুদ্ধে মামলা দায়ের করলে একপর্যায়ে বিষয়টির সামাজিক সালিশে নিষ্পত্তির মাধ্যমে ফয়জুল গংরা রাস্তা তুলে নিলে আদালত থেকে মামলা তুলে আনেন শংকর নারায়ন চৌধুরী। আসামীরা একশত টাকার কার্টিজ পেপারে লিখিত মুচলেখা দিয়ে আর কোনদিন শংকর নারায়ন চৌধুরীর জমির উপর রাস্তা নির্মাণ করবেন না বলে অঙ্গীকারনামা দেন। কিন্তু গত ১৬ জুন পূর্বের মামলার আসামী ফয়জুল হক, এছির উদ্দিন গংরা পুণরায় নিরীহ শংকর নারায়ন চৌধুরীর ক্ষেতের জমির উপর দিয়ে জোরপূর্বক মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করলে তিনি বাদী কানাইঘাট থানায় তাৎক্ষণিক অভিযোগ দায়ের করলে পুলিশ রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেয়। বিষয়টি অভিযোগের তদন্তকারী কর্মকর্তা অজিত কুমার দাস এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে নিষ্পত্তির চেষ্টা করলেও মামলার আসামী এছির উদ্দিন ও ফয়জুল গংরা তা প্রত্যাখান করে বর্তমানে শংকর নারায়ন চৌধুরী জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টায় লিপ্ত রয়েছে। শংকর নারায়ন চৌধুরী জানিয়েছেন তিনি নিরীহ পরিবারের লোক এলাকার সর্বস্তরের মানুষ তাকে সহযোগীতা করে যাচ্ছেন। তার পৈত্রিক জমির উপর দিয়ে জোরপূর্বক ভাবে রাস্তা নির্মাণের চেষ্টা করে যাচ্ছে ফয়জুল হক গংরা। তিনি থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় তারা তাকে নানা ভাবে প্রাণ নাশের হুমকি ধমকি দিচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন। এর পিছনে ক্ষমতাসীন দলের পরিচয় দিয়ে তার জমিতে রাস্তা নির্মানের চেষ্টার সাথে ছোটদেশ আগফৌদ গ্রামের প্রভাবশালী ও গ্রাম্য মাতব্বর আব্দুল জলিল গংরাও জড়িত রয়েছেন। তিনি এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়