
কানাইঘাট নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে দেশব্যাপী একদিনের কর্মসূচির ডাক দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি।
কর্মসূচির অংশ হিসেবে শনিবার ঢাকাসহ মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করবে দলটির নেতাকর্মীরা। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, তারেক রহমানের সাজা ঘোষণার পর সারা দেশ থেকে ২২জনের অধিক নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করবে বলেও জানান রিজভী।
কর্মসূচির অংশ হিসেবে শনিবার ঢাকাসহ মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করবে দলটির নেতাকর্মীরা। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, তারেক রহমানের সাজা ঘোষণার পর সারা দেশ থেকে ২২জনের অধিক নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করবে বলেও জানান রিজভী।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়