Monday, July 4

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


কানাইঘাট নিউজ ডেস্ক: গত ১লা জুলাই দৈনিক উত্তর পূর্ব পত্রিকার শেষ পৃষ্টায় কানাইঘাটে এক তরুনকে তুলে নেয়ার চেষ্টা শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কানাইঘাট রায়গড় গ্রামের হাজী কালা মিয়ার পুত্র ফরিদ আহমদ, আব্দুন নুরের পুত্র আরিফ আহমদ ও আবু তালহা। তারা এক প্রতিবাদ লিপিতে বলেছেন, প্রকাশিত সংবাদে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গত ২৮ জুন উপজেলা পরিষদের সামনে অবস্থিত শাহীন মেটাল ইন্ড্রাষ্টিজের ম্যানেজার আমিন উদ্দিনকে তুলে নেয়া যেসব অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্যে প্রণোদীত এবং আমাদের মান সম্মান ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে অপপ্রচার করা হচ্ছে। আমরা উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি এবং শাহীন আহমদ আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছিলেন তা সামাজিক সালিশে মিথ্যা প্রমাণিত হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়