Saturday, June 25

টোল আদায়কে কেন্দ্র করে কানাইঘাট সড়কের বাজার লেসি-ক্ষুদ্র ও মাংস ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থানে


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সড়কের বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারী ও বাজারের ইজারাদার কয়ছর আহমদ অতিরিক্ত টোল আদায় করছেন এমন অভিযোগে বাজারের ক্ষুদ্র ও মাংস ব্যবসায়ীদের মুখোমুখি অবস্থানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় যে কোন সময় অনাকাংখিত ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা আহ্বান জানিয়েছেন। বাজার লেসি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে বিষয়টি সমাধানের লক্ষ্যে গত সোমবার রাতে তারাবির নামাজের পর হারিছ চৌধুরী অডিটোরিয়ামে বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উত্তেজনা নিরসনে তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় উপস্থিত হয়ে বাজারের ক্ষুদ্র এবং মাংস ব্যবসায়ীরা বাজারের ইজারাদার ও সেক্রেটারী কয়ছর আহমদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন। তাদের অভিযোগ বাজার লেসি অতিরিক্ত টোল আদায়ের কারনে তার কাছে বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছেন। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে মাংস ব্যবসায়ীদের কাছ থেকে গরু জবাই প্রতি সিট এবং প্রতিদিন বাজারের ব্যবসায়ী সমিতির চাঁদা সহ ৪৭০ টাকা আদায় করছেন। বাজার থেকে মাংস ব্যবসায়ীরা গরু কিনলে তাকে হাজার প্রতি ৮০ টাকা এবং অন্যান্য বাজার থেকে গরু কিনলে পুণরায় তাকে সিট প্রতি মোটা অংকের টাকা দিতে হয়। এভাবে একটি গরু জবাই করলে হাজার খানেক টাকা বাজার লেসিকে দিতে হয়। নতুবা তিনি পুলিশ দিয়ে গ্রেফতারের ভয় দেখান। সড়কের বাজার থেকে মাংস ব্যবসায়ীদের তিনি গরু কিনতে দিচ্ছেন না। মাংস ব্যবসায়ীরা সভায় এর প্রতিকার চান। ক্ষুদ্র ব্যবসায়ীরা সভায় উপস্থিত হয়ে জানান, তাদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এ পর্যন্ত কয়েকজন ব্যবসায়ী লেসী কয়ছর আহমদ কর্তৃক শারীরিক লাঞ্চিতের শিকার হয়েছেন। বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর আহ্বানে গত সোমবারের সভায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে বিষয়টি মিমাংসা করার জন্য উপস্থিত থাকার জন্য বলা হলেও ব্যবসায়ী সমিতি সভাপতি আলতাফ হোসেন ও লেসি বাজার সেক্রেটারী কয়ছর আহমদ সভায় উপস্থিত না হলে ব্যবসায়ী ও এলাকার কয়েকশত গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন সভায় উপস্থিত হয়ে পূর্বের নিয়মে টোল আদায় এবং বাজার লেসি কয়ছর আহমদ এবং ক্ষুদ্র ও মাংস ব্যবসায়ীদে মধ্যে টোল আদায় নিয়ে যে বিরোধ সৃষ্টি হয়েছে তা রোজার পর এলাকাবাসীকে নিয়ে মিমাংসা করে দিবেন বলে আশ্বাস প্রদান করেন। তবে বাজার লেসি ও ব্যবসায়ী সমিতির সেক্রেটারী কয়ছর আহমদের অভিযোগ ক্ষুদ্র ও মাংস ব্যবসায়ীরা তার বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের যে অভিযোগটি এনেছেন তা সম্পূর্ণ মিথ্যা। তিনি সরকারী বিধি মোতাবেক বাজার থেকে টোল আদায় করছেন। তিনি মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এরা বাজারে উত্তেজনা ছড়াচ্ছে। তারা ক্রেতা ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে খারাপ আচরন করে থাকে। অতিরিক্ত দামে মাংস বিক্রি ও রোগাক্রান্ত গরু জবাই করলে আমি তার প্রতিবাদ করায় এরা আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আর তাদের এসব কর্মকান্ডের পিছনে ইন্ধন যোগাচ্ছেন বাজারের সাবেক লেসি আব্দুস সালাম বটল। মাংস ব্যবসায়ীর অধিকাংশ তার আত্মীয়। এ ব্যাপারে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া ও থানার ওসি হুমায়ুন কবিরকে অবহিত করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়