Wednesday, June 1

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী


কানাইঘাট নিউজ ডেস্ক: লন্ডনের ইস্ট অ্যান্ড চলচ্চিত্র উৎসবের ১৫ তম আসরের বিচারক প্যানেলে এবার নাম জুড়েছে বাংলাদেশের পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর। উৎসব শুরু হবে ২৩ জুন। ৩১ মে ফেইসবুকে এই খবর জানান ফারুকী নিজেই। তবে ব্যস্ততার কারণে সশরীরে উৎসবে অংশ নেয়া হবে না তার, অনলাইনে সিনেমাগুলো দেখে জানাবেন তার মতামত। এ নিয়ে তিনি বলেন, ‘আমি খুবই খুশি এই চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে। এবার প্রতিযোগীতার জন্য অনেকগুলো ভালমানের সিনেমা এসেছে। এগুলোর মধ্য থেকে সেরাদের বাছাই করাটা কঠিনই হবে।’ যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ এই চলচ্চিত্র উৎসবে ফারুকীর সঙ্গে বিচারক প্যানেলে আরও থাকবেন ‘হেলবয়’ খ্যাত অভিনেতা রন পার্লম্যান, ‘সাফ্রাগেট’ খ্যাত ব্রিটিশ নির্মাতা সারাহ গ্যাভরন এবং তুর্কি পরিচালক তলগা কারাসেলিকসহ আরও অনেকে। ফারুকী বর্তমানে ব্যস্ত আছেন তার আন্তর্জাতিক প্রোডাকশন ‘ডুব’ নিয়ে, যেখানে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা ইরফান খান। ‘ডুব’ যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজ। এছাড়া নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন ইরফান নিজে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়