Thursday, June 2

জনপ্রশাসনে বরাদ্দ বাড়ল ৫৭২ কোটি টাকা


কানাইঘাট নিউজ ডেস্ক: প্রস্তাবিত বাজেটে অন্যান্য খাতের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য ব্যয় বাড়ছে ৫৭২ কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে পেশের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব দেন। বাজেট পর্যালোচনা করে দেখা যায়, এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য ২০২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এটি ছিল ১৪৪৮ কোটি টাকা। অন্যদিকে সংশোধিত বাজেটে ছিল ১৭২৩ কোটি টাকা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়