কানাইঘাট নিউজ ডেস্ক:
আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বহুল আলোচিত এ টুর্নামেন্টে খেলা গত বছরই নিশ্চিত করেছে বাংলাদেশ। আর আজ এই টুর্নামেন্টের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আইসিসি।
আইসিসি র্যাংকিংয়ে থাকা সেরা আট দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর। আর আট দলকে দুই গ্রুপে ভাগ করে সূচি প্রকাশ করেছে আইসিসি। গ্রুপ `এ` তে বাংলাদেশের সাথে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আর গ্রুপ `বি` তে আছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা।
আগামী বছরের ১ জুন টুর্নামেন্ট শুরু হবে এবং ১৮ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। টুর্নামেন্টের ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের কার্ডিফ ওয়েলস, এজবাস্টন এবং ওভাল স্টেডিয়ামে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে থাকা প্রথম আটটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নামে আইসিসির অন্যতম সেরা এই টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে পেছনে ফেলে সপ্তম সেরা দল হিসেবে এই টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সময়সূচিঃ
জুন ১ – ইংল্যান্ড বনাম বাংলাদেশ, দ্য ওভাল (দিবা)
জুন ২ – অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, এজবাস্টন (দিবা)
জুন ৩ – শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা, দ্য ওভাল (দিবা)
জুন ৪ – ভারত বনাম পাকিস্তান (দিবা)
জুন ৫ – অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, দ্য ওভাল (দিবারাত্রি)
জুন ৬ – ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, কার্ডিফ (দিবা)
জুন ৭ – পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, এজবাস্টন (দিবারাত্রি)
জুন ৮ – ভারত বনাম শ্রীলঙ্কা, দ্য ওভাল (দিবা)
জুন ৯ – নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, কার্ডিফ (দিবা)
জুন ১০ – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, এজবাস্টন (দিবা)
জুন ১১ – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, দ্যা ওভাল (দিবা)
জুন ১২ – শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, কার্ডিফ (দিবা)
১৪ জুন – গ্রুপ এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ বি রানার্সআপ, ১ম সেমিফাইনাল, কার্ডিফ
১৫ জুন – গ্রুপ বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ এ রানার্সআপ, ২য় সেমিফাইনাল, এজবাস্টন
১৮ জুন – ফাইনাল, দ্য ওভাল
১৯ জুন – রিজার্ভ ডে
Wednesday, June 1
এ সম্পর্কিত আরও খবর
কানাইঘাটে মস্তাক আহমদ পলাশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক :কানাইঘাটে শেখ রাসেল ফুটবল একাডেমি চতুল ঈদগাহ বাজার শাখার আয়োজনে 'মস্তাক আহমদ পলাশ
কানাইঘাটে ড্র করেও বিজয়ী ব্যারিস্টার সুমনের ফুটবল একাডেমিনিজস্ব প্রতিবেদক:হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতিতে কানাইঘাটের সুরমা ব্রীজ সংলগ্ন বায়মপুর
বন্যার্তদের পাশে দাঁড়াতে ক্রিকেটার তাওহীদ হৃদয়ের আবেগঘন পোস্টহঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দা
প্রধান উপদেষ্টার হাত থেকে অদম্য নারী পুরস্কার পেলেন কানাইঘাটের হালিমানিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মানন
সিলেট বিভাগের শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার কানাইঘাটের ফারজুকমাহবুবুর রশিদ :ফারজুক এখন তরুণদের আইডল। পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে মাসে আয় করছেন লাখ টাকা।
সৌদি আরবের বিপক্ষে মেসিদের জয় কেবল ২ ম্যাচে! প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, ২২ নভেম্বর ২০২২ ছবি: সংগৃহীতকাতার বিশ্বকাপের তৃতীয় দিনে মাঠে নামছ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়