Friday, June 17

টাইটানিক সম্পর্কে অনেক কথাই জানেন, কিন্তু ছোট্ট এই তথ্যটি আপনাকে অবাক করবেই


কানাইঘাট নিউজ ডেস্ক: টাইটানিক হল এমন এক রহস্য, যা প্রতি মুহূর্তে আকর্ষণ করে। জানা-অজানা কত মিথ রয়েছে এই জাহাজডুবিকে ঘিরে। রইল আরও একটি ছোট্ট তথ্য। টাইটানিক জাহাজটির গঠন খেয়াল করেছেন নিশ্চয়ই। অতিকায় জাহাজটির সঙ্গে জড়িয়ে রয়েছে প্রচুর গল্প। এখানে অবশ্য একটি ছোট্ট ঘটনার উল্লেখ করা হবে। সেটি টাইটানিকের গঠনের সঙ্গে যুক্ত। টাইটানিকের ছবিটি দেখুন। চারটি বিশাল চিমনি দেখেছেন নিশ্চয়ই। এই চারটির মধ্যে তিনটি ছিল সক্রিয়। অন্যটি অকেজো! অবিশ্বাস্য লাগলেও, এটাই ঘটনা। তা হলে প্রশ্ন হল, চারটি চিমনি লাগানোর যুক্তি কী ছিল? শুনলে হাস্যকর মনে হবে। তিনটি চিমনি দিয়েই প্রথমে জাহাজের ডিজাইন তৈরি করা হয়েছিল। কিন্তু তার পরে ই়ঞ্জিনিয়াররা দেখেছিলেন, কোথাও একটা ভারসাম্যের অভাব হচ্ছে ডিজাইনগতভাবে। সে কারণেই তাঁরা চতুর্থ চিমনিটি জুড়ে দেন। তাতে টাইটানিকের চেহারায় একটা সামঞ্জস্য আসে। তা ছাড়া চতুর্থ চিমনি জুড়ে দেওয়ার পরে টাইটানিককে আরও মজবুত এবং শক্তিশালী লেগেছিল তাঁদের কাছে। এটাই ছিল চতুর্থ চিমনির ভূমিকা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়