Thursday, June 2

মুস্তাফিজ রহস্য বের করলেও লাভ হবে না: হাথুরুসিংহে

মুস্তাফিজ রহস্য বের করলেও লাভ হবে না: হাথুরুসিংহে

কানাইঘাট নিউজ ডেস্ক: বিসিবিতে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরুসিংহে বললেন, মুস্তাফিজকে ফিট রাখাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সে দুটি টেস্ট খেলেছে। একটিতে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে। শুরুটা ভালো তবে সামনে ওর অপেক্ষায় চ্যালেঞ্জ। ওকে ফিট থাকতে হবে, ওর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

এসময় তিনি আরও বলেন, আমরা সবাই জানি, তার রহস্য হয়ত খুব দ্রুতই সবাই বের করে ফেলবে। আমি তাকিয়ে আছি তার বুদ্ধিদীপ্ত ক্রিকেটের দিকে। আমরা তার লড়াইয়ে থাকার পথ খুঁজে বের করব। আমাদের চ্যালেঞ্জ তার খেয়াল রাখা, উন্নতি করানো এবং বাংলাদেশের জন্য তৈরী রাখা।

এই বছর ৩টি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী বছর নিশ্চিত করেই খেলবে অন্তত ৮টি টেস্ট। সেই সংখ্যা বাড়তেও পারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়