Friday, June 17

বছরে সাকিবের আয় ২৭৫ কোটি টাকা


কানাইঘা্ট নিউজ ডেস্ক: ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেন সাকিব আল হাসান। এরপর থেকে বল ও ব্যাট হাতে নিয়মিত আলো ছড়িয়ে আসছেন। দারুণ পারফরম্যান্স দেখিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাবও জিতে নিয়েছেন তিনি। শুধু দেশের হয়ে নয়, বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগগুলোতে অংশ নেন সাকিব। ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল), ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে সাকিব আল হাসানের বার্ষিক আয় কত। ক্রিকেটারদের নিয়ে কাজ করা ক্রিকেট ট্র্যাকার নামে একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সাকিব আল হাসানের বার্ষিক আয় ২৭৫ কোটি টাকা। প্রতি মাসে আয় ২২ কোটি ৯২ লাখ টাকা। তবে, এই আয় শুধু ক্রিকেট খেলেই নয়। বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও প্রচুর অর্থ উপার্জন করছেন তিনি। এছাড়াও রয়েছে নিজের রেস্তোরাঁ, শো-রুম, আউটলেট ও ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা (ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্ট)। আবার বিজ্ঞাপন-শুটিংয়ে কাজ করার বিষয়টি তো রয়েছেই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়