Friday, June 17

ব্রিটিশ এমপি হত্যায় গ্রেপ্তার টমি কে ?


কানাইঘাট নিউজ ডেস্ক: ব্রিটেনে বিরোধী লেবার পার্টির এমপি জো কক্সকে হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে টমি মেয়ার নামে স্থানীয় এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। তার সঙ্গে ব্রিটেনের কট্টর ডানপন্থী মতাদর্শের একটি দলের যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিবিসি অনলাইনের এক খবরে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ১৯৮০-এর দশকে আমেরিকার শ্বেতাঙ্গ বর্ণবাদী একটি দলের সঙ্গে টমি মেয়ারের সম্ভবত যোগাযোগ ছিল। যেখানে এমপি জো কক্সের ওপর বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটে, সেখানকার কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছে, হামলার সময় তারা টমি মেয়ার নামে ওই ব্যক্তিকে ‘ব্রিটেন ফার্স্ট’ কথাটা দুবার চেঁচিয়ে বলতে শুনেছে। ‘ব্রিটেন ফার্স্ট’ ব্রিটেনের একটি উগ্র দক্ষিণপন্থী দল, যারা অভিবাসনের বিরুদ্ধে এবং বামপন্থী রাজনীতিকদের আদর্শের ঘোর বিরোধী। তবে এই ব্রিটেন ফার্স্ট একটি ভিডিও বার্তায় এই হামলার নিন্দা করেছে এবং বলেছে এ ঘটনার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। সার্দান পভার্টি ল' সেন্টার নামে আমেরিকার একটি নাগরিক আন্দোলন সংগঠন বলছে, তাদের কাছে এমন রেকর্ড আছে যাতে দেখা যাচ্ছে টমাস মেয়ার নামে ৫২ বছরের এক ব্যক্তি ন্যাশনাল অ্যালায়েন্স দলের কাছ থেকে সতের বছর আগে একটি ম্যানুয়েল কিনেছিলেন, যাতে পিস্তল তৈরির পদ্ধতি দেওয়া ছিল। আরো জানা গেছে, ৮০-র দশকে বন্ধ হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার নব্য-নাৎসি বর্ণবাদী একটি সাময়িকীরও গ্রাহক ছিলেন টমি মেয়ার। তবে টমি মেয়ারের ছোট ভাই স্কট মেয়ার বলেছেন, তার ভাই সহিংসও ছিলেন না এবং রাজনৈতিক দিক দিয়েও সক্রিয় ছিলেন না। তবে তার ভাইয়ের মানসিক সমস্যা ছিল এবং মানসিক রোগের চিকিৎসাও তার অতীতে হয়েছে । তারা এ ঘটনায় স্তম্ভিত। টমি মেয়ারের এক সৎ ভাইও সাংবাদিকদের বলেছেন, টমি এতই নিরীহ প্রকৃতির যে সে পোকামাকড়েরও অনিষ্ট করত না। প্রতিবেশীরাও স্তম্ভিত। তারা বলেছেন টমি খুব চুপচাপ প্রকৃতির লোক, কথা বলতেন কম এবং বাগানের কাজ নিয়েই থাকতেন। ঘটনার দিন সকালেও বাসার বাইরে দিয়ে তাকে হেঁটে যেতে দেখা গেছে। পশ্চিম ইয়র্কশায়ারে জো কক্সের নির্বাচনী এলাকার একটা বড় গ্রাম বারস্টলে একাই থাকতেন এই ব্যক্তি। আর এই গ্রামেই গতকাল বৃহস্পতিবার লেবার এমপির ওপর হামলার ঘটনা ঘটে। এমপি জো কক্স ইইউ গণভোটে ব্রিটেনের ইইউতে থাকার পক্ষে ভোট দেবার জন্য তার নির্বাচনী এলাকায় প্রচার চালাচ্ছিলেন। তিনি সংসদে অভিবাসীদের অধিকারের পক্ষে এবং অভিবাসনের পক্ষ সমর্থন করেও জোরালো বক্তব্য দিতেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়