Wednesday, May 4

ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হাস্যকর


ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপিকে কোণঠাসা করতে এই ষড়যন্ত্র করা হচ্ছে। ব্যাংকক থেকে চিকিৎসা শেষে বুধবার বিকালে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় কুমিল্লায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানির মামলার তীব্র নিন্দা জানিয়ে ফখরুল বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশে এই মামলা করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফলে তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম। একই ফ্লাইটে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ব্যাংকক গিয়েছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়