Tuesday, May 31

কানাইঘাট পৌর যুবদলের উদ্যোগে জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী পালিত


কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কানাইঘাট পৌর শাখার উদ্যোগে সোমবার বিকাল ৪ টায় স্থানীয় যুবদলের অস্থায়ী কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর যুবদলের সভাপতি জাকারিয়া হাবিব এর সভাপতিত্বে এবং যুবদলের সিনিয়র সহসাধারণ সম্পাদক রুবেল আহমদ ও সাংগঠনিক সম্পাদক মামুন রশীদ মামুন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট-জকিগঞ্জের সাবেক সংসদ সদস্য এবং সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাহির চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহসভাপতি অধ্যাপক হাবিব আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, সদর ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সহ-সভাপতি মজির উদ্দীন, কানাইঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক রুহুল আমীন, পৌর ছাত্রদলের আহবায়ক আর এ বাবলু, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক বদরুল আলম, যুবদল নেতা মিছবাহুল হক সবুজ, পৌর যুবদল নেতা হারুন আহমেদ, যুবদল নেতা হেলাল আহমেদ, রুবেল আহমেদ, আব্দুল মান্নান, তহিরুল ইসলাম, কৃষক দল নেতা নজরুল ইসলাম,ছাত্রদল নেতা মোয়াজ্জিম হোসেন আল আমিন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়