Tuesday, May 24

শরীরের কোথায় তিল? তাই জানান দেবে আপনি কেমন!


কানাইঘাট নিউজ ডেস্ক: তিল থেকে তাল’। শরীরের কোনো এক কোণে লুকিয়ে থাকা একখুদি ছোট্ট তিলই নাকি বলে দেবে আপনি কেমন! কিভাবে? আসলেই তাই। শরীরে এক জায়গায় তিলের এক এক অর্থ থাকে। আসুন জেনে নিন – আঙুল : এরা বেশ সাহসি। কোনো বাধার সামনা-সামনি হতে ভয় পান না। হাত : এরাও সাহসী। সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। পা : এদের পায়ে সরষে ফুল লাগানো। বেড়াতে পেলে আর কিছু চায় না। কপাল : এদের সঙ্গে জুড়ে থাকে নাম, অর্থ, সাফল্য। চোখ : আগ্রাসী, সহজে উপার্জনক্ষম। ভ্রু : বুদ্ধিমান ও শৈল্পিক। নাক : কথায় কথায় ফ্লার্টে এরা সিদ্ধহস্ত। তবে, এরা রগচটাও। কান : বিশ্বাসী হন। গাল : (ডান) অনুভূতিপ্রবণ। (বাঁ) এরা মনের কথা মনেই রাখতে ভালোবাসেন। ঠোঁট : (উপরের) পরোপকারী, সুবক্তা, সামাজিক, সেক্সি, বৈভবপ্রিয়। (নীচের) পড়ুয়া, শান্ত স্বভাবের, যৌন আবেদনপূর্ণ। (ভেতরে) খেতে ভালোবাসেন। থুতনি : বেশ ব্যালান্সড লাইফ এদের। জীবনে সফলতা নিয়ে এরা নিশ্চিন্ত। গলা : রাশভারী ব্যক্তিত্ব। কাঁধ : দায়িত্বজ্ঞানসম্পন্ন। বাস্তবোচিত সিদ্ধান্ত নেন। খুব অনুভূতিপ্রবণ এরা। বুক : আলসেমি, কুঁড়েমি এদের রক্তে। তবে, বৈভবে এদের আসক্তি। হাতের তালু : অর্থাগম নিশ্চিত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়