Thursday, May 5

তরুণীদের উৎপাতে বিরক্ত মুস্তাফিজের বাবা!


কানাইঘাট নিউজ ডেস্ক: নায়ক বলে কথা। স্বপ্নের নায়ক। তার জন্য ‘ভ্রমর’ তো আশপাশে উড়বেই। মুস্তাফিজের আশপাশেও উড়ছে। বাড়ি আসছে উড়ো চিঠি! কেউ পাণিপ্রার্থী। কেউ চান ফোন নম্বর। ‘পোস্ট অফিসে বলতে বাধ্য হয়েছি আমার বাড়ি এই ধরনের চিঠি না দিতে।’ ‘এএফপি’কে বলেন মুস্তাফিজের বাবা আবুল কাসেম। তার বাড়ি এখন মানুষের জন্য দর্শনীয় জায়গা হয়ে গেছে বলে জানালেন। প্রতিদিন অনেক অপরিচিত মানুষ তাদের বাড়িতে যান। সবাই তাদের শুভকামনা জানান। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্যখানে। অনেক তরুণী নাকি তার কাছে মুস্তাফিজের ফোন নম্বর চান। কিন্তু তিনি সেটা দেন না। প্রতিদিন তাদের ঠিকানায় অনেক চিঠি যায়। ‘মুস্তাফিজ এখন অনেক ছোট। খেলায় মনোযোগ দেয়ার সময় এখন।’ বলেন আবুল কাশেম। -

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়