Wednesday, April 6

কানাইঘাটে সদস্য পদে ১১ জনের মনোনয়নপত্র প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক: আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার কোন চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন নি। সাধারণ সদস্য পদে মোট ১১জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এদিকে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৪নং সাতবাঁক ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান ও ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জালাল আহমদের মনোনয়নপত্র বাতিল করা হলে তারা জেলা রিটার্নিং অফিসারের বরাবরে আপীল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়