Friday, April 1

সাংবাদিক ডালিমের পিতার দাফন সম্পন্ন


সিলেট, শুক্রবার, ০১ এপ্রিল ২০১৬ :: মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার কোষাধ্যক্ষ ও বাংলা মিডিয়া গ্রুপের পরিচালক (বার্তা) মুজিবুর রহমান ডালিমের পিতা জৈন্তিয়া ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সদস্য, আব্দুল লতিফ-জুলেখা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও জৈন্তিয়া কলেজ ব্যবস্থাপনা পরিষদের সাবেক সভাপতি ফজলুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জৈন্তাপুর উপজেলার রনিফৌদ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বেলা আড়াইটায় সারিঘাট শাহী ঈদগায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মুসল্লি এতে অংশ নেন। জানাজার নামাজের আগে ফজলুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্টজনরা তাকে একজন উদ্যমী, সমাজসেবী, ন্যায় বিচারক, শিক্ষানুরাগী ও এলাকার দাবি-দাওয়া আদায়ের অগ্রসৈনিক হিসেবে আখ্যায়িত করেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের বড় ছেলে সাংবাদিক মুজিবুর রহমান ডালিম পরিবারের পক্ষ থেকে তার পিতার জন্যে সবার দোয়া কামনা করেন। জানাজায় অন্যদের মধ্যে অংশ নেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শামসুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল্লাহ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল হক, কৃষক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা এম এ মোমিন চৌধুরী, বাংলা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আল-আজাদ, ইমজার সাবেক সভাপতি মঈনুল হক বুলবুল, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যন বশির উদ্দিন, প্রাক্তন ভাইস চেয়ারম্যান মুহিবুল হক, ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা, সদস্য আব্দুল হক, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, আলীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী, জৈন্তিয়া কলেজের অধ্যক্ষ গোলাম রহমান খান, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট শামীম আহমদ, সেভ দ্যা হেরিটেজ এন্ড এনভায়রনমেন্ট’র প্রধান সমন্বয়ক আবদুল হাই আল হাদী, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহেদ আহমদ, বর্তমান সভাপতি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ, সহ সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে ফজলুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি রনিফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং খরিল কওমি মাদরাসা, সারিঘাট কওমি মাদরাসা ও সারিঘাট শাহী ঈদগা পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন। ফজলুর রহমানের মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়স্বজন ও পরিচিতজনরা খবর পেয়েই তার বাড়িতে ছুটে যান। ফজলুর রহমানের মৃত্যুতে বাংলা মিডিয়া গ্রুপ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়