নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সাতবাঁক ইউপির নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নানের মনোনয়নপত্র বাতিল করায় তিনি জেলা রিটার্ণিং অফিসারের কাছে আপীল করেছেন। কানাইঘাট্ উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনে গত বুধবার চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়। বাছাইয়ের সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নানের মনোনয়নপত্রের সমর্থনকারী বুলবুল আলম আইন শৃঙ্খলা বাহিনীর তাড়া খেয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির না হওয়ায় আব্দল মান্নানের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র বাতিল করায় ৩১ মার্চ চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান জেলা রিটার্নিং অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে আগামী রোববার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ ব্যাপারে শুনানী অনুষ্ঠিত হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়