Friday, April 22

কানাইঘাট উপজেলায় প্রচন্ড কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত ॥ ৫ শতাধিক ঘরবাড়ী বিধ্বস্ত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে গত দু’সপ্তাহ ধরে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত ও ভারি বর্ষণ ও টানা বিদ্যুৎ না থাকায় জীবন যাত্রা চরম ভাবে ব্যাহত হচ্ছে। এরমধ্যে উপজেলার ৯টি ইউয়িনের ইউপি নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ঝড় বৃষ্টির ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এদিকে গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড ঘুর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে উপজেলার কয়েকটি ইউনিয়ন লন্ডভন্ড হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতের দিকে বয়ে যাওয়া প্রচন্ড ঘুর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে আঁধাকাচা ও পাকা টিনসেডের ৫ শতাধিক বাড়ীঘর বিধ্বস্ত এবং বুরো ফসল এবং বৈদ্যুতিক খুটি উপড়ে পড়ে ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। পৌর এলাকার কিছু অংশ ছাড়া পুরো উপজেলা বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে। এমতাবস্থায় আজ উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে প্রচন্ড ঘুর্ণিঝড়ে ক্ষতি গ্রস্ত বিধ্বস্ত কানাইঘাট সদর ইউপির নিজ চাউরা উত্তর, আগ্রীপাড়া, বড়কান্দি, এলাকার বাড়ী ঘর গতকাল পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক লুৎফুর রহমান, সদর ইউপি আ’লীগের প্রার্থী হোসেইন আহমদ বিএনপি সমর্থিত প্রার্থী মামুন রশিদ, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ সিরাজুল ইসলাম। তারা বিধ্বস্ত বাড়ী পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের শান্তনা প্রদান এবং আর্থিক অনুদানও দেন। এছাড়া প্রচন্ড ঘুর্ণিঝড়ে ৫নং বড়চতুল ইউপির মালিগ্রাম, লখাইরগ্রাম, কুড়ারপার, পৌরসভার দুর্লভপুর, খেলুরবন্দ, হকারাই সহ উপজেলার বেশ কয়েকটি গ্রামে ৫ শতাধিক বাড়ীঘর বিধ্বস্ত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে ঘুর্নিঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়তি সাধিত হয়েছে। ৫ শতাধিক বাড়ী ঘর বিধ্বস্তের পাশাপাশি ব্যাপক গাছপালা ও বুরো ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়