নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সাতবাঁক জয়পুর স্টুডেন্টস ওয়েল ফেয়ার সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১টায় জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সমাজসেবী মোঃ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও মেধাবী শিক্ষার্থী রাসেল আহমদের পরিচালনায় উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, চরিপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজম্মিল আলী, চরিপাড়া রহিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওঃ শরিফ উদ্দিন, সাতবাঁক ইউপি আ’লীগের সভাপতি হাজী মখদ্দছ আলী। বক্তব্য রাখেন, আ’লীগ নেতা আব্দুন নুর মেম্বার, মঈন উদ্দিন মেম্বার, আলাউর রহমান, মাওঃ বশির আহমদ, জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, জয়পুর স্টুডেন্টস ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক এস.এম নজরুল ইসলাম চৌধুরী, সদস্য মস্তাক আহমদ, আলমাছ উদ্দিন, সুমন আহমদ প্রমুখ। সভায় বক্তারা এলাকার শিক্ষার্থীদের নিজ অর্থায়নে গঠিত জয়পুর স্টুডেন্ট ওয়েল ফেয়ার সোসাইটির বিভিন্ন শিক্ষামূলক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, একটি এলাকার সার্বিক উন্নয়নের জন্য শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সমাজের উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। সংগঠনের সার্বিক কার্যক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠান শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এককালীন বৃত্তি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়