নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচনে দলীয় ভাবে বিএনপি একক প্রার্থী ঘোষণা করেছে। উপজেলা বিএনপির সভাপতি চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন দলীয় ভাবে ৯টি ইউনিয়নে বিএনপি প্রার্থী চূড়ান্ত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র হাতে পেয়ে চূড়ান্ত প্রার্থী মনোনীত করেছেন। বিএনপি থেকে ৯টি ইউনিয়নের যারা দলীয় ভাবে ধানের শীষ প্রতীক পেয়েছেন তারা হলেন ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপিতে সাবেক চেয়ারম্যান শমসের আলম, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপিতে মোঃ কামাল উদ্দিন, ৩নং দিঘীরপাড় ইউপিতে সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন, ৪নং সাতবাঁক ইউপিতে সাবেক ছাত্রনেতা সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল, ৫নং বড়চতুল ইউপিতে বর্তমান ইউপি সদস্য আব্দুল মালিক চৌধুরী, ৬নং সদর ইউপিতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপিতে বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন, ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপিতে বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ সভাপতি মাস্টার রফিক আহমদ চৌধুরী দলীয় মনোনয়ন পাননি, তার স্থলে দলীয় মনোনয়নপত্র পেয়েছেন প্রবাসী বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিকী এবং ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে দলীয় মনোনয়নপত্র পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ডাক্তার মানিক মিয়া। উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন কানাইঘাট নিউজকে জানিয়েছেন, এবারের ইউপি নির্বাচনে ৯টি ইউনিয়ন থেকে একাধিক দলীয় নেতা দলীয় মনোনয়নপত্রের জন্য লড়াই করেছিলেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ৯টি ইউনিয়নে একক দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মতপার্থক্য ভুলে দলের প্রার্থীদের বিজয়ী করার জন্য সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন বলে তিনি জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়