Monday, March 14

গাড়ির ব্রেক ফেল করলে কী করবেন?


কানাইঘাট নিউজ ডেস্ক: গাড়ির ব্রেক ফেল খুবই সাধারণ একটি সমস্যা। তবে একটু সতর্ক থাকলেই মোকাবিলা করা যায়।গাড়ির ব্রেক ফেল করলে উদ্বিগ্ন না হয়ে ঠান্ডা মাথায় কী করতে হবে জেনে নিন। -প্রথমেই উদ্বিগ্ন হওয়া বন্ধ করুন। মাথা ঠান্ডা করে ফেলুন সবার আগে। -এর পরে অ্যাকসিলারেটর থেকে বা সরিয়ে নিন। গাড়িতে ক্রুজ কন্ট্রোল থাকলে, সেটি বন্ধ করুন। -ব্রেকে প্রেশার কম মনে হলে বারে বারে পাম্প করতে থাকুন। -গাড়ির গিয়ার একেবারে নামিয়ে আনুন। এতে গাড়ির গতি কমবে। তবে গিয়ার কমান ধীরে ধীরে। -এর পরে হ্যান্ড ব্রেক ব্যবহার করুন। -রাস্তা যদি চওড়া এবং ফাঁকা থাকে, তা হলে আরও সুবিধে। ওই কম গতিতে গাড়ি এঁকেবেঁকে চালান। এতে গতি আরও কমবে। তবে বেশি গতিতে এ কাজ করতে যাবেন না। -এইভাবে গতি অনেকটা কমে এলে বালি বা ঝোপের মতো কোথাও গাড়়িটি ভিড়িয়ে দিন। তবে পুকুর, নদী এড়িয়ে। -সিট বেল্ট যেন পরা থাকে। আর ব্রেক ফেল করলে যত বেশি সম্ভব হর্ন দিন। -

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়