Thursday, March 17

ইলিয়াস আলী নিখোঁজের ৪৭ মাস


কানাইঘাট নিউজ ডেস্ক: বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম.ইলিয়াস আলীর নিখোঁজের ৪৭ মাস হয়েছে। এখনো হদিস মেলেনি বিএনপির এই নেতার। তার সন্ধান কামনায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, স্বেচ্ছাসেবকদল, ইলিয়াস মুক্তি যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয় এবং বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জননেতা এম.ইলিয়াস আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুম হওয়া সকল নেতা কর্মীদের সন্ধান দাবাী করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক ও জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান, সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, মহানগর বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর দিনার খান হাসু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক, জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিনুজ্জামান জোয়াহির, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপি স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুর রকিব, অর্পন ঘোষ, দেওয়ান নিজাম খান, সুমন শিকদার, শামীম আহমদ লোকমান, আবদুল কাইয়ুম, কামাল হোসেন, আবদুল খালিক, আব্দুল্লাহ আল মামুন, তৌহিদুল ইসলাম আবু, বদরুল আজাদ রানা, ফাহিম রহমান মৌসুম, মাসুক গাজী, রেজওয়ান উদ্দিন সুমন, মোঃ মাকসুদ আলম, নিজাম উদ্দিন, তরিকুল ইসলাম, শেখ শামসুদ্দিন শামসুল, তানিমুল ইসলাম তানিম, মনিরুজ্জামান মিজান, সদরুল ইসলাম লোকমান, এস এম ফখরুল ইসলাম, লিমন আহমদ, সুমন আহমদ, সোলেমান আহমদ চৌধুরী, জোনায়েদ আহমদ, ফাহিম আহমদ, ফাহাদ মাহফুজ চৌধুরী, আতিকুল ইসলাম নাঈম, কয়সর আহমদ সাহেদ, রিয়াজ উদ্দিন ইমরান, আল আমিন, রুরুল হাসান চৌধুরী রাজা, ইকবাল হোসেন, আবু সুফিয়ান তাহের, শফিকুল হক শামীম, আতাউল হক সানী, রুহুল আমিন, শাহ আলম প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়