Wednesday, March 30

ইসলাম বিদ্বেষীদের অপতৎপরতা বন্ধে শিশুদের ধর্মীয় অনুশাসনে গড়ে তুলতে হবে--আলিমুদ্দীন দুর্লভপুরী


নিজস্ব প্রতিবেদক: জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় আমীর শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী বলেছেন, শিশুরা হচ্ছে আগামীদিনের দেশ ও জাতির কর্ণদ্বার। তাদের ধর্মীয় অনুশাসনের মাধ্যমে গড়ে তুলতে পারলেই সমাজ আলোকিত হবে। বর্তমানে শিশুদের ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত রাখার জন্য বিজাতীয় সংস্কৃতি আগ্রাসন দেশ ও জাতিকে গ্রাস করেছে। এমতাবস্থায় ইসলাম বিদ্বেষীদের অপতৎপরতা বন্ধ করতে শিশুদের বুনিয়াদী ধর্মীয় শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন- বিশ্ব নবী হযরত মুহাম্মদ সা. এর আদর্শ ব্যক্তি জীবনে অনুশাসন করতে পারলেই বিপথগামী হবার সুযোগ নেই। আনজুমানে মঈনুল ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হোসাইন আত্হর চতুলী রহ. এ অঞ্চলের শিশু শিক্ষা উন্নয়নের রূপকার তার এ অবদানের জন্য জাতি চিরকাল তাঁকে স্মরণ করবে। তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইমামগণের ভূমিকা অপরিসীম তাই ইমামগণকে তাদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি যত্নবান হতে হবে। আলিমুদ্দীন দুর্লভপুরী মঙ্গলবার বিকেল ৩টায় কানাইঘাট চতুল ঈদগাহ মাঠে আনজুমানে মঈনুল ইসলাম চতুলের উদ্যোগে নাদিয়াতুল কুরআন বোর্ড বৃহত্তর চতুলের বৃত্তি প্রদান, সীরাতুন্নবী সা. মহাসম্মেলন ও ইমাম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দান কালে উপরোক্ত কথা বলেন। আনজুমানের সভাপতি মাও. আব্দুর রহমান আরিফ ও মাও.হাবিবুর রহমান এর সভাপতিত্বে এবং মাও. নূরুল ইসলাম নো’মানী ও মাও. ক্বারী হারুনুর রশীদ চতুলী এবং মাও.হা.মীম সুফিয়ানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আল্লামা ফরিদ উদ্দিন ফেনী, সাবাহী মক্তব ও বুনিয়াদী শিক্ষার উপর “টকশো অনুষ্ঠিত হয় টকশোতে অংশ গ্রহণ করেন মাও.শাহ নজরুল ইসলাম, কবি মুসা আল হাফিয ও মাও.মাহবুব শিরাজী, কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গির আলম রানা। ৫নং বড়চতুল ইউপির চেয়ারম্যান প্রার্থী মাও.আবুল হোসাইন চতুলী, আলহাজ্ব হামিদুল হক, ফখরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, আব্দুল হেকিম। সম্মেলনের পূর্বে সকাল ১০ টায় চুতলের ৬০টি মক্তবের প্রায় ১০ হাজার শিশু কিশোরের অংশগ্রহণে এলাকায় এক ঐতিহাসিক র‌্যালী বের হয়। র‌্যালিতে নেতৃত্বদেন মাও.আনিছুল হক, মাও.আব্দুল কুদ্দুস, মাও.শিহাবুদ্দীন, মাও.আবুল হোসাইন চতুলী, মাও.তাহির আলী, মাও.কামাল উদ্দিন, মাও.রুহুল আলম, মাও.জমির উদ্দিন প্রমুখ। হামদ ও নাত্ পরিবেশনা করেন দেশের শীর্ষস্থানীয় শিল্পীবৃন্দ। সম্মেলনে বোর্ডে বৃত্তি প্রাপ্তদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। বৃত্তি প্রদান করেন মাও.ক্বারী তাহির আলী, মাও.আব্দুল্লাহ, মাও.বদরুল ইসলাম, মাও.নূরুল ইসলাম নো’মানী, মাও.আব্দুল্লাহ বাহার, মাও.ক্বারী. সাজ্জাদুর রহমান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়