Thursday, March 3

তুরস্কে দাঙ্গা পুলিশের সদরদপ্তরে দুই নারী হামলা

তুরস্কে দাঙ্গা পুলিশের সদরদপ্তরে দুই নারী হামলা

কানাইঘাট নিউজ ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার দাঙ্গা পুলিশের সদরদপ্তরে দুই নারী হামলা চালিয়েছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। হামলাকারীরা হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং উপর্যুপরি গুলি চালায়।

ইস্তাম্বুলের বেরামপাসা জেলায় দাঙ্গা পুলিশের সদরদপ্তর। হামলাকারী দুই নারী সদরদপ্তরের পাশের একটি ভবনে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এলাকাটি ঘিরে ফেলেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ওই দুই নারী হামলা চালানোর পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। হামলাকারীরা পাশের একটি ভবনে আটকা পড়েছে। তাদের ধরতে অভিযান চলছে।

সাম্প্রতিক মাসগুলোতে তুরস্কের ইস্তাম্বুল ও আঙ্কারায় ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে সন্ত্রাসীরা।

গত মাসে আঙ্কারায় সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা করে সন্ত্রাসীরা। এতে ২৯ জন নিহত। এই হামলার দায় স্বীকার করে কুর্দিস্তান ফ্রিডম ফ্যাকনস (টিএকে)। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে যুক্ত টিএকে।

২০১৫ সালে তুরস্কে চার ভয়াবহ হামল চালায় ইসলামিক স্টেট (আইএস)। এর মধ্যে আঙ্কারায় একটি হামলায় নিহত ১০৩ জন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়