Monday, March 21

কানাইঘাটে আ’লীগের বিদ্রোী প্রার্থী হচ্ছেন ফারুক চৌধুরী


নিজস্ব প্রতিবেদক: দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে স্বতন্ত্র ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বর্তমান চেয়ারম্যান উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ চৌধুরী। সোমবার বিকেল ৪টায় দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী বিভিন্ন পেশার লোকজন এবং সর্বস্তরের ভোটারদের নিয়ে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এক বিরাট মতবিনিময় সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের ভোটাররা বর্তমান চেয়ারম্যান ফারুক চৌধুরীকে স্বতন্ত্র ভাবে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আহ্বান জানালে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। ফালজুর পরগণার বিশিষ্ট মুরব্বী মাওঃ আব্দুল হকের সভাপতিত্বে ও আফতাব উদ্দিনের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় আবেগ জড়িত কন্ঠে বক্তব্যদান কালে বর্তমান চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী বলেন, ছাত্রজীবনে ছাত্রলীগ পরবর্তী আ’লীগের রাজনীতির সাথে জড়িত থেকে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের ঘরে ঘরে তিনি আ’লীগকে প্রতিষ্ঠিত করেছেন। ইউনিয়ন আ’লীগের সভাপতির পাশাপাশি উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে দলের জন্য অদ্যবধি পর্যন্ত সক্রীয় ভাবে মাঠে ময়দানে কাজ করলেও শুধুমাত্র কালো টাকার কাছে পরাজিত হয়ে তিনি আ’লীগ থেকে দলীয় মনোনয়ন পাননি। জেলার কিছু নেতা লোভাছড়া থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলনের ভাগ বাটোয়ারা পেয়ে আ’লীগের দলীয় মনোনয়ন নানকাকে দিয়ে মোটা অংকের কালো টাকা হাতিয়ে নিয়েছেন। যা আ’লীগের মতো একটি সংগঠিত দলের মাঠপর্যায়ে নেতাকর্মী এবং আমি নিজেও মেনে নিতে পারছি না। লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের নান উন্নয়ন মূলক কর্মকান্ডের বর্ণনা দিয়ে বলেন, এ ইউনিয়নকে একটি মর্যাদাশীল মডেল জনপদে পরিণত করার জন্য তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অসমাপ্ত উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন করতে চান। দলের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ নানা শ্রেণি পেশার মানুষ সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের ভোটাররা তার প্রতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অকুন্ঠ সমর্থন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে জনগণের সেই প্রতিদান দিতে চাই। উক্ত মতবিনিময় সভায় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আব্দুস সাত্তার চৌধুরী, মঈন উদ্দিন, তাজ উদ্দিন, হুসন আহমদ, শরীফ উদ্দিন, এবাদুর রহমান, আবুল কালাম, ছয়ফুল আলম, আনোয়ার হোসেন মেম্বার, কামাল উদ্দিন, মাসুক আহমদ, নুরুল আম্বিয়া, মঈনুল ইসলাম, সিরাজ উদ্দিন দর্জি, আফতাব উদ্দিন, আবুল হোসেন, ফয়েজ আহমদ, ফয়েজ উদ্দিন, আমির হোসেন, সৈয়দ হোসেন, আব্দুন নুর, আবুল আহমদ, আব্দুল লতিফ, হাজী আবু সিদ্দেক, আব্দুল খালিক, আয়ুব আলী, আব্দুল মান্নান, আব্দুল খালিক, মালিক চৌধুরী, কামাল উদ্দিন, ডাঃ সোলায়মান, শফিক আহমদ, মাওঃ মুশাহীদ, আব্দুল করিম, খলিলুর রহমান, মাওঃ ফরিদ আহমদ, শুকু মাস্টার, মোহাম্মদ আলী, ফয়েজ উদ্দিন, রফিক আহমদ, আলা উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়