Saturday, March 12

রায়হান চৌধুরীর উপর মামলা প্রত্যাহারের দাবীতে কানাইঘাটে ছাত্রলীগের মিছিল


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর উপর দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে কানাইঘাট উপজেলা ও ডিগ্রি কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে শনিবার বিকেল ৫টায় কানাইঘাট বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সিনিয়র ছাত্র নেতা আখতার হোসেনের সভাপতিত্বে ও রাজপথ ছাত্রলীগের ত্যাগী নেতা আব্দুর রহমানের পরিচালনায় মিছিল পরবর্তী বাজার পয়েন্টে প্রতিবাদ সভায় উপজেলা ও কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা সমির উদ্দিন, আরিফ হোসেন, জুবেল আহমদ, মারুফ, রিয়াজ, রাসেল, সাহার, আব্দুর রহমান, সাদিকুর রহমান, রাজু, আশিক, জুয়েল, নুরু আহমদ, সবুজ, কিবরিয়া, কামরুল, আব্দুল কাদির, শুকুর আহমদ প্রমুখ। বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। প্রতিবাদ সভায় ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের হৃদয়ের স্পন্দন সিলেটের ছাত্র সমাজের প্রিয় মুখ মুজিব আদর্শের লড়াকু যোদ্ধা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর উপর প্রতিহিংসা মূলক সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহার করা না হলে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহারে প্রশাসনকে বাধ্য এবং ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দিবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়