Thursday, March 31

একদিনে দুই রেকর্ড কোহলির


কানাইঘাট নিউজ ডেস্ক: কোহলি থামছেন না। তবে হাঁটছেনও না। রীতিমতো ছুটছেন! ব্যাট হাতে। রান করাটা যেন ডালভাত তার কাছে। এই নিয়ে টি-টোয়েন্টিতে ১৬টি অর্ধশতক করলেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত আসরে যা অন্য কোনো ব্যাটসম্যানের নেই। এই রেকর্ড গড়ার পথে কোহলি পেছনে ফেলেছেন গেইল, ম্যাক-কুলামকে। গেইলের সামনে অবশ্য সুযোগ থাকছে আজ রাতে ভারতীয় তারকাকে ছুঁয়ে ফেলার। কোহলি বিশ্বকাপের আগে থেকেই ফর্মের তুঙ্গে। সেই এশিয়া কাপ থেকে। আর বিশ্বকাপে তো অতিমানবীয় হয়ে গেছেন। এক বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে ছাড়া প্রত্যেক ম্যাচে রান পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অর্ধশতক করে দলকে জিতিয়ে সেমিতে তোলেন। সেমিতে এসেও তার ব্যাট থামেনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩ বলে তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮৯ রানে। ৪৭ বল খেলে এই রান করেন তিনি। শুধু অর্ধশতকের রেকর্ড নয়, এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। আজকের ইনিংসের পর কোহলির রান ৩৬২। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১৭ করেছিলেন শ্রীলঙ্কার দিলশান। পরের বিশ্বকাপে ৩০২ করেন জয়বর্ধনে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়