Sunday, February 7

সাংবাদিক তাওহীদ ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন

tawhid কানাইঘাট নিউজ ডেস্ক:
তরুণ সাংবাদিক, সংগঠক তাওহীদুল ইসলাম সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের কানাইঘাটের ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী  হচ্ছেন। এলাকার তরুণ, সচেনতন ভোটারদের সমর্থনে তিনি ডিজিটাল ঝিংগাবাড়ী গড়ার প্রত্যয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে প্রস্তুত আছেন। তিনি মনে করেন, একদিকে যেমন তার রয়েছে তারুণ্যের সমর্থন তেমনি রয়েছে এলাকায় বিপুল সচেতন মানুষের সমর্থন।
উপমহাদেশের প্রখ্যাত আলেম পরিবারের একজন সদস্য হিসেবে এলাকায় রয়েছে তার আলাদা পরিচিতি। প্রখ্যাত আলেম ঝিংগাবাড়ী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল বারী (রহ.) (বড় মিয়াছাব) ও হযরত মাওলানা ইব্রাহীম আলী (রহ.) (হুরু মিয়াছাব) এর প্রপৌত্র হন তিনি।
তিনি ২০০৪ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন।  সিলেটের বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতার পাশাপাশি ২০১০ সাল থেকে তার সম্পাদনায় সাপ্তাহিক অপূর্ব সিলেট ও ২০১৪ সাল থেকে অনলাইন নিউজ র্পোটাল নিউজ চেম্বার টোয়েন্টফোর ডটকম সম্পাদনা করছেন।
সাংবাদিকতার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত এই সংগঠকের রয়েছে আলাদা খ্যাতি। তিনি মীরমাটি উদয়ন সমাজ কল্যাণ সমিতি, ঝিংগাবাড়ি সমাজ কল্যাণ সমিতি, ঝিংগাবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ বাস্তবায়ন কমিটি, উপর ঝিংগাবাড়ী কমিউনিটি গ্র“পিং, কানাইঘাট লেখক ফোরাম, কানাইঘাট ইতিহাস ঐতিহ্য সংসদ, সিলেট অনলাইন প্রেসক্লাব, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট মোবাইল পাঠাগার, সিলেট বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ, রোটারেক্ট ক্লাব অব সিলেট নিউ সিটি সহ অসংখ্য সংগঠনের সাথে জড়িত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়