Wednesday, February 10

কানাইঘাটে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর অবহিত করণ সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কানাইঘাট সদর ইউপির কার্যালয়ে বুধবার সকাল ১১টায় এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসডিএফ এর সদর ইউপির কাস্টার কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এসডিএফ এর জেলা ব্যবস্থাপক সামিউল হক। বিশেষ অতিথি ছিলেন, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মামুন আহমদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন, এসডিএফ এর জেলা কর্মকর্তা ইলতুত মিম। এছাড়া উক্ত অবহিত করণ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল ইউপি সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক ব্যবসায়ী, ইমাম ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এসডিএফ এর বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয় এবং এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য যার যার অবস্থান থেকে কাজ করার জন্য আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়