Thursday, February 4

জমিয়তে উলামা সিলেট জেলার কাউন্সিল সম্পন্ন


সিলেট, বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৬ :: জমিয়তে উলামা বাংলাদেশ’র সিলেট জেলা কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার অপরাহ্নে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে ৪৯ সদস্য বিশিষ্ট জেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিল শেষে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুবহানীঘাট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হন। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওলানা শায়েখ লুকমান আহমদ তৈপুরীকে সভাপতি, মাওলানা মখলিছুর রহমান রাজাগঞ্জীকে নির্বাহী সভাপতি, মাওলানা আবুল হোসাইন চতুলীকে সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুল হালিমকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা হাফিয আহমদ কবিরকে অর্থ সম্পাদক, মাওলানা ইব্রাহিমকে প্রচার সম্পাদক, মাওলানা আব্দুল মালিককে জমিয়তে আনসার সম্পাদক, মাওলানা হামিদুল্লাহকে জমিয়তে তালাবা সম্পাদক, মাওলানা এনামুল হাসানকে সাহিত্য সম্পাদক, মাওলানা হাফিয আলী আহমদকে অফিস সম্পাদক মনোনিত করা হয়। মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে ও মাওলানা আবুল হোসাইন চতুলী এবং মাওলানা আব্দুল মালিকের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আবুজর। কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি সুবহানীঘাট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা শফিকুল হক আমকুনী। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মুফতি ইউসুফ শ্যামপুরী, জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় মহা সচিব হযরত মাওলানা নজরুল ইসলাম তোয়াক্কুলী, লন্ডন প্রবাসী জমিয়ত নেতা হযরত মাওলানা আলীনুর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশিদ চতুলী, কেন্দ্রিয় আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা হাফিয আহমদ ছগির, মাওলানা রুহুল আমিন আসাদী, মাওলানা আব্দুল মছব্বির, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মুবশ্বির, মাওলানা হাফিয হারুনুর রশিদ, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা শফিকুর রহমান দরবস্তী, মাওলানা হাফিয সৈয়দ আলী আহমদ, সিলেট মহানগর জমিয়তে তালাবার সভাপতি মাওলানা আব্দুল হাফিয বিন ইসহাক, যুব নেতা মাওলানা আলিমুদ্দীন, মাওলানা হাফিয দেলোয়ার হোসেন, মাওলানা জাকির হোসেন, ছাত্রনেতা হাফিয সিদ্দীক আহমদ, সিকান্দার হোসাইন, হাফিয কয়েছ আহমদ, কে এম জুনাইদ আল হাবিব, আসাদ উদ্দিন প্রমূখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়