Friday, February 12

সিঙ্গাপুর যাচ্ছেন বিমান বাহিনীপ্রধান


সিঙ্গাপুর যাচ্ছেন বিমান বাহিনীপ্রধান
কানাইঘাট নিউজ ডেস্ক: বিমান বাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এসিএসসি সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য 'পঞ্চম সিঙ্গাপুর এয়ার শো-২০১৬' এ অংশগ্রহণের জন্য দু'জন সফরসঙ্গীসহ সাতদিনের এক সরকারি সফরে আগামীকাল শনিবার সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সফরকালে তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এয়ার শো'তে প্রদর্শিত বিভিন্ন বিমানের এরিয়াল ডিসপ্লেসহ অংশগ্রহণকারী বিভিন্ন এয়ারস্পেস টেকনোলজি অ্যান্ড ইঞ্জিরিয়ারিং কোম্পানির প্যাভেলিয়ন পরিদর্শন করবেন। বিমান বাহিনীপ্রধানের সফর দু'দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে বিমান বাহিনীতে নতুন বিমান ও প্রযুক্তি অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। বিমান বাহিনীপ্রধান সিঙ্গাপুর সফর শেষে আগামী ২১ ফেব্রুয়ারি রোববার দেশে ফিরে আসবেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়