কানাইঘাট নিউজ ডেস্ক:
ফেসবুক মেসেঞ্জারের মতো একটি মেসেজিং অ্যাপ আনছে গুগল। যদিও মেসেজের জন্য গুগোল হ্যাংআউটস বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়। তবে তা ফেসবুকের মেসেঞ্জারের মতো অতটা জনপ্রিয় নয়।
নতুন এই অ্যাপটি নিয়ে কাজ করছে গুগল অ্যালফাবেট। তবে অ্যাপটির নাম কী হতে পারে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এছাড়া মেসেজ শেয়ারের অ্যাপটি কবে ইউজারদের জন্য চালু হবে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
মূলত ফেসবুকের মেসেঞ্জারের বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তার কারণে গুগল এ ধরনের অ্যাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। ফেসবুক মেসেঞ্জার ছাড়াও মেসেজের আরও একটি অ্যাপ হলো হোয়াটসঅ্যাপ।
প্রসঙ্গত, বর্তমান সময়ে প্রায় দুই বিলিয়ন ইউজার বিভিন্ন ধরনের মেসেজিং অ্যাপ ব্যবহার করছে।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়