সিলেট, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ :: বিরোধী দলীয় হুইপ¡ সেলিম উদ্দিন এমপি বলেছেন, সমাজে প্রতিষ্ঠিত মানুষরা এগিয়ে আসলে সহজেই অসহায় মানুষের কষ্ট লাঘব করা সম্ভব। আর যারা এসব মহৎ কাজে নিজেদের সম্পদ এবং শ্রম দান করেন তাদের সমাজে যথাযথ সম্মান দেখানো উচিত।
সিলেট নগরীর একটি আভিজাত হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক সংগঠন সুরমা ট্যুরিষ্ট ক্লাবের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষদেরকে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এর আগে ট্যুরিষ্ট ক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্যুরিষ্ট ক্লাবের সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহ সভাপতি নাজিম উদ্দিন শাহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি।
বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুল মুকিত অপি ও আমিনুর রশিদ, চ্যানেল আই ইউরোপের সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ মুন্না, সহ সভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক হাসান আহমেদ, সহ-সাধারন সম্পাদক গোলাম রাব্বানী, সহ-অর্থ সম্পাদক আবুল হাসনাত আকাশ, আন্তর্জাতিক সম্পাদক আব্দুল কাদির চৌধুরী ও ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুল ইসলাম অপু।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়