এই লক্ষ্যের পিছনে ছুটতে গিয়ে ৩১ রানে হেরে গেছে বাংলাদেশ। সীমিত ওভারের ক্রিকেটে যা খুলনার মাটিতে বাংলাদেশের প্রথম হার।
ম্যাচের প্রথম ইনিংসে নেমে ১৮৭ রান করে জিম্বাবুয়ে। এটা তাদের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান। এই রান করার পথে ২৩ বলে ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলেন ম্যালকম ওয়ালার। মূলত তার ব্যাটিংয়ে ভর করেই চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দেয় জিম্বাবুয়ে।
পরের জবাব দিতে নেমেই তামিমের বদলে খেলতে নামা ইমরুল কায়েসকে হারায় বাংলাদেশ। পরে দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে অন্য কিছুর ইঙ্গিত দেন সাব্বির ও সৌম্য সরকার।
কিন্তু এই জুটি ভাঙার পর একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে বাংলাদেশ। পর পর কয়েকটি উইকেট হারানো বাংলাদেশের চূড়ান্ত সর্বনাশটা করে দেয়। শেষ পর্যন্ত ১৫৬ রানে থমকে যায় বাংলাদেশ।
জিম্বাবুয়ে ৩১ রানে জয়ের মাধ্যমে সিরিজ ড্র করার সম্ভাবনাটা টিকিয়ে রাখলো। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল।
১৮৮ রানের লক্ষ্যটা একটু বেশিই বড় হয়ে গিয়েছিলো বাংলাদেশের জন্য। ফলে জেতা হলো না মাশরাফিদের। গড়া হলো না ইতিহাসও।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়