Wednesday, January 20

বিলুপ্তির পথে ঢেঁকি

বিলুপ্তির পথে ঢেঁকি
বগুড়া প্রতিনিধি: গ্রাম বাংলার চির চেনা ঢেঁকি এখন প্রায় বিলুপ্তির পথে। বর্তমান যান্ত্রিক সভ্যতার যুগে মানুষ যন্ত্রের যাঁতাকলে  আবদ্ধ মানুষ সময়ের বিবর্তনে হারাতে বসেছে হাজার বছরের পরিচিত এই শিল্পটি। আগের যুগে ঢেঁকির ব্যবহার  ছিল অনেক জনপ্রিয়। সাধারণত ধান থেকে চাল আলাদা করা, বাহারী পিঠা তৈরির জন্য চাল গুঁড়া করা ইত্যাদি  নানা কাজে এটির ব্যবহার ছিল প্রসিদ্ধ।  

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়