Wednesday, January 6

ফ্যাশন মানেই নতুনত্ব


কানাইঘাট নিউজ ডেস্ক: নতুনত্বের ছোঁয়াকেই ফ্যাশন বলে। পোশাকের ভিন্নতা বা মনকাড়া ডিজাইন সবাইকে আকর্ষণ করে। ফ্যাশন হাউস রঙিন সুতোর ডিজাইনার ও কর্ণধার বাসুদেব মোদকের সঙ্গে প্রস্তুতি নিয়ে কথা বলেছেন বর্ষা গাঙ্গুলী। বাসুদেব জানালেন, ঋতু ভেদে ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রস্তুতিটা সব সময়ই রাখতে হয়। এই প্রস্তুতির পর্বটা নতুন কিছু নয়। যেহেতু এই সময় প্রকৃতি ঠা-া রূপে বিরাজমান, সে জন্য একটু ভিন্ন আঙ্গিকে পোশাক তৈরির চিন্তা রাখতে হয়। ফ্যাশন মানেই ভিন্ন কিছু। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পোশাক তৈরি করার চেষ্টা রাখি। আরো জানালেন, আমাদের প্রতিষ্ঠানের বয়স ১২ বছর হতে চলছে। পোশাকের মানের দিকটা সব সময়ই প্রাধান্য দেই। কারণ মান ভালো হলে চাহিদাও থাকে বেশি। আমাদের হাউসে ছেলেদের শার্ট-পাঞ্জাবি, লং পাঞ্জাবি, শর্ট শার্ট, লং শার্ট, ছেলে বাচ্চাদের পাঞ্জাবি, ফতুয়া, মেয়েদের টপস, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, ছেলেদের জিন্স প্যান্ট, গ্যাবাডিং প্যান্ট, টিশার্ট সব কিছুই তৈরি করে থাকি। কাপড় হিসেবে অ্যান্ডি সিল্ক, অ্যান্ডি কটন, রাজশাহীর কাপড়, মাধবদীর কটন কাপড়ই বেশি ব্যবহার করে থাকি। এছাড়া মাঝেমধ্যে সিনথেটিকও ব্যবহার করি। রঙের ক্ষেত্রে বিভিন্ন রঙ ব্যবহার করি। এর মধ্যে এ সময়ের জন্য ডীপই বেশি প্রাধান্য পেয়ে থাকে। লাল, নীল, মেরুন, মেজেন্টা, পেস্ট, ফিরোজা, নেভী ব্লু, পার্পেল, হলুদ ইত্যাদি কম্বিনেশনে বিভিন্ন রঙ। আমাদের দুটি শো-রুম আছে, একটি যাত্রাবাড়ী অপরটি মৌচাক শাখায়। ২০১০ সালে অন্যদিনে পাঞ্জাবি ২য় এক্সক্লুসিভ আর ফতুয়া ৫ম পুরস্কার পেয়েছি প্রতিযোগিতায়। এখন প্রতিযোগিতার যুগ। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া আমাদের জন্য কম আনন্দের নয়। দামের দিকটাও অন্য হাউসগুলোর চেয়ে বেশ কম। অর্থাৎ ক্রেতাদের হাতের নাগালে। ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, গ্যাবাডিং পোশাকগুলোর দাম রাখা হয়েছে মাত্র ১৫০০ টাকা হতে ২০৫০ টাকার মধ্যে। মেয়েদের টপস, ফতুয়া ৫৫০ টাকা থেকে ৮০০ টাকার মধ্যে, সালোয়ার-কামিজ ৮০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। মান ও দাম সব কিছুর দিক থেকে আমার মনে হয় আমরা এগিয়ে। বাকিটা আমাদের ক্রেতারাই বলতে পারবে। হাউসটির বার বছরে ক্রেতাদের সাড়া পেয়েছি অনেক। গরমের সময় পাতলা ধরনের কাপড় ব্যবহার করে থাকি আর শীতে একটু ভারী কাপড় ব্যবহার করি। সময়ের সমন্বয়টা ধরে রাখার চেষ্টা করি। সারা বছরই আমাদের হাউসে ক্রেতাদের ভিড় থাকে। তাদের চাহিদা অনুযায়ী মান ধরে রেখে তাদের হাতে পৌঁছে

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়