নিজস্ব প্রতিবেদক:
আসন্ন কানাইঘাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী লুৎফুর রহমানের নৌকা মার্কার সমর্থনে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ পৌর শহর সহ বিভিন্ন এলাকায় গণ সংযোগ ও লিফলেট বিতরন করেছেন। গত শুক্রবার বিকেল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত মাসুক উদ্দিন আহমদ পৌর শহর সহ আশপাশ এলাকায় নৌকা প্রতীকের সমর্থনে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কানাইঘাট পৌরসভাকে একটি মডেল পৌরসভায় পরিণত করতে লুৎফুর রহমানকে নির্বাচিত করার আহ্বান জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, এড. আব্দুস সাত্তার, এড. মামুন রশিদ, আওয়ামীলীগ নেতা মাহমুদ হোসেন, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, আ’লীগ নেতা রফিক আহমদ সহ উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়