নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জ-সিলেট সংরতি আসনের মহিলা সংসদ সদস্যা আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে মৌলিক পরিবর্তন সাধিত হয়েছে তা বিশ্ব ব্যাপী প্রসংশিত হয়েছে। দেশকে সাক্ষরতামুক্ত করতে ১৫ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারী করনের পাশাপাশি যেসব এলাকা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে রয়েছে সেখানে নতুন করে শত শত সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হচ্ছে। বছরের প্রথম দিনে কোমলমতি কোটি কোটি শিার্থীদের হাতে আজকে বিনা মূল্যে বই তুলে দেওয়া হচ্ছে। অচিরেই আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা জ্ঞান ও বিজ্ঞানে আলোকিত হয়ে দেশকে বিশ্ব দরবারে নেতৃত্ব দিতে সম হবে। আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বৃহস্পতিবার বিকেল ৫টায় কানাইঘাট বড়দেশ উত্তর মরমী কবি ক্বারী সোলেমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শুভ সূচনা এবং নতুন একাডেমী ভবনের শুভ উদ্বোধন পরবর্তী বড়দেশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বড়দেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মাসুদ আহমদের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক নজমুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক এড. আব্দুস সাত্তার, এড. মামুন রশিদ, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন। বক্তব্য রাখেন, সমাজসেবী আলহাজ¦ বশির আহমদ, সাবেক ইউপি সদস্য মখলিছুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, ছাত্রলীগ নেতা মাহফুজ সিদ্দিকী সহ স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের পূর্বে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী মরহুম কবি ক্বারী সোলেমানের বড়দেশ উত্তরস্থ বাড়ীতে যান। এ সময় কবি ক্বারী সোলেমানের লিখা একাধিক বই এম.পির হাতে তুলে দেন তার পরিবারের সদস্যরা।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়