ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের কনস্যুলার বিভাগের অফিস উদ্বোধন করা হয়েছে ঢাকায়।
সোমবার দুপুরে রাজধানীর গুলশান-২-এ এম্পরি ফিনানশিয়াল সেন্টারে দেশটির রাষ্ট্রদূত সাঈদ হাজার আল শেহিকে সঙ্গে নিয়ে এর উদ্বোধন করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এ সময় কূটনৈতিক কোরের ডিন মোহাম্মদ ইজ্জত, আমিরাত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের প্রধান আহমেদ দাফেরি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কনস্যুলার অফিসে আমিরাতে যাওয়া বাংলাদেশি কর্মী, সেখানে অবস্থানরত বাংলাদেশিদের পরিবারের সদস্যরা প্রয়োজনীয় সেবা পাবেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়