কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট পৌরসভায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে। নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ভোট বাক্স, অমোচনীয় কালি এবং প্রয়োজনীয় স্টেশনারি দ্রব্য। আগামী বুধবার এই পৌরসভায় নির্বাচন অনুষ্টিত হবে।
সোমবার দুপুরে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাটে ইতিমধ্যে নির্বাচনী কার্যালয়ে প্রয়োজনীয় সরঞ্জামাদি পৌঁছে দেয়া হয়েছে।
তিনি জানান, সোমবার সকাল থেকে পৌর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলা নির্বাচনী কার্যালয় থেকে সরঞ্জাম নিয়ে যান। সকালে সিলেটের জকিগঞ্জ, কানাইঘাটে ও দুপুরের দিকে গোলাপগঞ্জ পৌরসভায় নির্বাচনী সরাঞ্জম পৌঁছানো হয়।
নির্বাচনের প্রয়োজনীয় সব সরঞ্জাম বুঝে পেয়েছেন বলেও জানান সিলেটের নির্বাচনী এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়