Monday, December 28

কানাইঘাট মেয়র পদে লড়াই হবে চতুর্থমূখী


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট পৌর নির্বাচনের শেষ দিনের প্রচারনায় গোটা কানাইঘাট পৌর এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে। শেষ মুহুর্থের প্রচারণায় মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে বিরামহীন ভাবে বাড়ীতে বাড়ীতে ছুটে গিয়ে ভোটারদের মন জয়লাভ করার জন্য নানা প্রতিশ্রুতি তুলে ধরে ভোট ভিক্ষা চাইছেন। নির্বাচনের প্রচারণার শেষ দিন সোমবার কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃবৃন্দ তাদের সমর্থিত মেয়র প্রার্থীদের প্রচারণায় অংশগ্রহণ করেন। কানাইঘাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এখানে চতুর্থমূখী লড়াই হবে। পৌর এলাকা ঘুরে নানা শ্রেণি পেশার ভোটারদের সাথে কথা বলে জানা গেছে। দলীয় প্রতীকের পাশাপাশি এবারের নির্বাচনে ক্লিন ইমেজধারী স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী মূল লড়াইয়ে রয়েছেন। এখানে জামায়াত প্রার্থী বিজয়ী হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে বেশিরভাগ ভোটাররা নীরব রয়েছেন, তারা মুখ খোলছেন না। নির্বাচনের দিন তাদের মতামত যেদিকে প্রতিফলিত হবে সেই প্রার্থীর বিজয়ের সম্ভাবনা রয়েছে বেশি। পুরুষ, নারীসহ তরুণ ভোটারদের সাথে কথা হলে তারা তাদের মতামত তুলে ধরে বলেন, পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বর্তমান মেয়র লুৎফুর রহমান (নৌকা), জামায়াত প্রার্থী এ.কে.এম ওলিউল্লাহ (মোবাইল ফোন), নিজাম উদ্দিন আল মিজান (নারিকেল গাছ), বিএনপি সমর্থিত রহিম উদ্দিন ভরসা (ধানের শীষ) প্রতীকের মধ্যে তুমুল লড়াই হবে। যে কেউ বিজয় লাভ করতে পারেন, ভোটের পার্থক্য হবে সামান্য। এমনটাই ধারণা করা হচ্ছে। তবে স্বতন্ত্র প্রার্থী সোহেল আমীন (জগ) নির্বাচনী মাঠে চমক দেখাতে পারেন। স্থানীয় সরকারের এ নির্বাচনে দলীয় প্রতীকের পাশাপাশি আঞ্চলিকতার কারণে ক্লিন ইমেজধারী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নিজাম উদ্দিন, বিগত পৌরসভার নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা এ.কে.এম ওলিউল্লাহকে নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ রয়েছে। দু’জনের মধ্যে যে কেউ চমক দেখাতে পারেন বলে ভোটারদের ধারণা। বিশেষ করে এবারের নির্বাচনে আওয়ামী লীগের ভোট ভাগাভাগির কারণে দলের মনোনীত প্রার্থী লুৎফুর রহমান বেকায়দায় পড়তে পারেন। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে অধিকাংশ নেতাকর্মীরা বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থী নিজাম উদ্দিনের পক্ষে মাঠে সক্রীয় রয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন, শেষ মুহুর্তের নির্বাচনের দিন তাদের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা নৌকা প্রতীকে ভোট দিয়ে লুৎফুর রহমানকে বিজয়ী করবেন। বিএনপির নেতাকর্মীরা মনে করেন দীর্ঘ ১৯ বৎসর পর তাদের দলীয় প্রতীক ধানের শীষ পেয়েছেন। ভোটাররা ধানের শীষে নীরব ভোট প্রদানের মাধ্যমে তাদের প্রার্থী রহিম উদ্দিন ভরসাকে বিজয়ী করবে। মেয়র পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাপা সমর্থিত মেয়র প্রার্থী বাবুল আহমদ (লাঙ্গল), খেলাফত মজলিশ সমর্থিত ইসলাম উদ্দিন (রিক্সা) ও জাসদ মনোনীত প্রার্থী তাজ উদ্দিন (মশাল)। এদের মধ্যে জাপা সমর্থিত বাবুল আহমদ ও ইসলাম উদ্দিন উল্লেখযোগ্য ভোট পেতে পারেন। এছাড়া কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৪২ জন ও সংরক্ষিত ১ আসনের নির্বাচনে ৩জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২জন মহিলা কাউন্সিলার বিনা ভোটে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন। নির্বাচন নিয়ে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত কানাইঘাট পৌরসভার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬২৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৮৩১১ ও নারী ভোটার ৭ হাজার ৯৭৬ জন। মোট ৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়