ঢাকা: নড়াইলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে রিজভী বলেন, ‘পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপক তাণ্ডব, হত্যাকাণ্ড ও ধানের শীষের প্রার্থীদের প্রচারণায় ব্যাপক বাধাপ্রদান সত্ত্বেও নির্বাচন কমিশনের নির্বিকার ভূমিকায় পৌর নির্বাচন কতটুকু অবাধ ও শান্তিপূর্ণ হবে সেটি নিয়ে আশঙ্কা এখন চরম আকার ধারণ করেছে।’
প্রশাসনের নাকের ডগায় শাসকদলের ক্যাডারদের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে তিনি অভিযোগ করেন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়