Sunday, December 20

“হামার মাটি, হামার মা, ছিনিয়ে নিতে দিব না”


সিলেট, রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫ :: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের ধানী জমি ও বসতভিটা উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ চা বাগান ইউনিয়ন সিলেট ভ্যালীর উদ্যোগে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, “চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের ধানী জমি ও বসতভিটা উচ্ছেদ প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। চা বাগান এলাকায় ইকোনমিক জোন তৈরী করতে দেওয়া হবে না। হামার মাটি, হামার মা, ছিনে নিতে দিব না”। চা বাগান ইউনিয়ন সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে ও জতিন বাখরির পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা বাসদের সদস্য প্রনব জ্যোতি পাল, বিপ্লব ভ্যানজি, বড়জান চা বাগান জনগোষ্টি ছাত্র যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সুজিত বাড়াই প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়