
কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশের
গ্রামীণ সমাজে এখনো বাল্যবিয়ের প্রভাব অনেক। এর থেকে বাঁচতে সরকার নানা
ধরনের উদ্যোগ নিলেও তা যেন কিছুতেই থামছেনা। এ বিষয়ে সচেতনতার জন্য অনেকেই
এগিয়ে এসেছেন। এবার বাল্যবিয়ে প্রতিরোধের কথা জানিয়েছেন বাংলাদেশের
চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
গত ২০ ডিসেম্বর তার ফ্যানপেজে বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে নিজের একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে বাল্যবিবাহের কুফল তুলে ধরেন তিনি।
অপু বলেন, 'বাল্যবিবাহ সমাজের অভিশাপ। এটি দূর করতে সবাইকে এক হতে হবে। বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম। পুরুষের পাশাপাশি নারীও বিভিন্ন অঙ্গনে কাজ করছে। এ সময় বাল্যবিবাহ রোধ করতে পারলে আমরা আরো দ্রুত সাফল্য পাব।'
অপু নিজের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে একটি ওয়েবসাইট খুলতে চান। সেখানে নারীদের সাফল্য তুলে ধরার পাশাপাশি বাল্যবিবাহের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ওপর তথ্যচিত্র থাকবে বলেও জানান জনপ্রিয় এ অভিনেত্রী।
গত ২০ ডিসেম্বর তার ফ্যানপেজে বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে নিজের একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে বাল্যবিবাহের কুফল তুলে ধরেন তিনি।
অপু বলেন, 'বাল্যবিবাহ সমাজের অভিশাপ। এটি দূর করতে সবাইকে এক হতে হবে। বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম। পুরুষের পাশাপাশি নারীও বিভিন্ন অঙ্গনে কাজ করছে। এ সময় বাল্যবিবাহ রোধ করতে পারলে আমরা আরো দ্রুত সাফল্য পাব।'
অপু নিজের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে একটি ওয়েবসাইট খুলতে চান। সেখানে নারীদের সাফল্য তুলে ধরার পাশাপাশি বাল্যবিবাহের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ওপর তথ্যচিত্র থাকবে বলেও জানান জনপ্রিয় এ অভিনেত্রী।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়