Friday, December 25

চার লেন হচ্ছে হুমায়ুন চত্বর-ক্বিনব্রিজ সড়ক


সিলেট, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫ :: মিউনিসিপ্যাল গভর্নেন্স সার্ভিসেস প্রজেক্টের (এমজিএসপি) আওতায় সিলেট মহানগর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টরের উন্নয়নের লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনকে ১০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক। সিটি করপোরেশনের আরও একটি বৃহৎ প্রজেক্ট এবং ৯টি সাব প্রজেক্টে আরো ১০০ কোটি টাকা বরাদ্দের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বিশ্বব্যাংক। এমজিএসপি প্রজেক্টের আওতায় এই অর্থও বরাদ্দ করা হবে। এই প্রকল্পের আওতাভুক্ত হচ্ছে সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে ক্বিনব্রিজ পর্যন্ত সড়ককে চার লেনে উন্নীত করা। স¤প্রতি মিউনিসিপ্যাল গভর্নেন্স সার্ভিসেস প্রজেক্টের একটি প্রতিনিধি সিলেট সফর করে। ওই প্রতিনিধি দলে ছিলেন প্রজেক্ট ডিরেক্টর শেখ মোজাক্কা জাহের ও টিম লিডার জোয়ান গনজালেস। সিলেটে অবস্থানকালে এই প্রতিনিধি দল সিটি করপোরেশনের বিভিন্ন প্রস্তাবিত প্রকল্প পরিদর্শন করে। সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও বৈঠক করে প্রতিনিধি দলটি। সরেজমিন পরিদর্শনকালে প্রতিনিধি দল প্রস্তাবিত প্রকল্পগুলোর অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত এবং টেকনিক্যালসহ বিভিন্ন দিক খতিয়ে দেখে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের সাথে সিলেট সিটি কর্পোরেশনকেও অর্ন্তভুক্ত করেছে বিশ্বব্যাংক। এই প্রকল্পের আওতায় সিলেট সিটি করপোরেশনকে ১০০ কোটি টাকা বরাদ্দের নিশ্চয়তা দেয়া হয়েছে। আগামী বছরের থেকে শুরু থেকে এই অর্থ বরাদ্দ পর্যায়ক্রমে পাওয়া যাবে। এনামুল হাবীব আরো জানান, এই প্রকল্প ছাড়াও সিলেট মহানগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে ক্বিনব্রিজ পর্যন্ত সড়ক ফোর লেন করা সংক্রান্ত প্রকল্পও এমজিএসপি’র আওতায় বাস্তবায়নের প্রস্তাব দেয়া হয়েছে। সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান জানান, এই ফোর লেন প্রকল্পে ৩৫ কোটি টাকা ব্যয় হবে। প্রকল্পটির স্থান সরেজমিনে পরিদর্শন করে বিশ্বব্যাংক প্রতিনিধি দল ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়