কানাইঘাট নিউজ ডেস্ক: বিমানে বোমা
রয়েছে। মাঝ আকাশে হঠাত্ই ছড়িয়ে পড়ে এ আতঙ্ক। তড়িঘড়ি এমার্জেন্সি
ল্যান্ডিং করানো হয় এয়ার ফ্রান্সের যাত্রীবোঝাই বিমানটিকে। যাত্রী ও
বিমানের কর্মচারীরা সবাই নিরাপদে রয়েছেন।
আর বিমানটিতে সত্যিই বিস্ফোরক ছিল বলে জানিয়েছেন বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞরা।
রোববার মরিশাস থেকে প্যারিস যাচ্ছিল এয়ার ফ্রান্সের বোয়িং ৭৭৭। প্যারিসের শার্লে দ্য গলে বিমানবন্দরে ল্যান্ড করার কথা ছিল বিমানটির। হঠাত্ই বিমানের শৌচাগারে সন্দেহজনক একটি বস্তু দেখতে পাওয়া যায়। কোনোরকম ঝুঁকি না নিয়ে তখনই কেনিয়ার মোম্বাসা শহরে জরুরি অবতরণ করে বিমানটি। ৪৫৯ জন যাত্রী ও ১৪ জন ক্রু মেম্বারের সবাইকেই নিরাপদে বিমানের বাইরে বের করে আনা হয়।
সন্দেহজনক বস্তুটি বিস্ফোরক বলে জানিয়েছেন বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞরা। বিমান থেকে সেটিকে বের করে এনে বেশ কিছুক্ষণ পর মোম্বাসা ছেড়ে যায় বিমানটি।
আর বিমানটিতে সত্যিই বিস্ফোরক ছিল বলে জানিয়েছেন বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞরা।
রোববার মরিশাস থেকে প্যারিস যাচ্ছিল এয়ার ফ্রান্সের বোয়িং ৭৭৭। প্যারিসের শার্লে দ্য গলে বিমানবন্দরে ল্যান্ড করার কথা ছিল বিমানটির। হঠাত্ই বিমানের শৌচাগারে সন্দেহজনক একটি বস্তু দেখতে পাওয়া যায়। কোনোরকম ঝুঁকি না নিয়ে তখনই কেনিয়ার মোম্বাসা শহরে জরুরি অবতরণ করে বিমানটি। ৪৫৯ জন যাত্রী ও ১৪ জন ক্রু মেম্বারের সবাইকেই নিরাপদে বিমানের বাইরে বের করে আনা হয়।
সন্দেহজনক বস্তুটি বিস্ফোরক বলে জানিয়েছেন বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞরা। বিমান থেকে সেটিকে বের করে এনে বেশ কিছুক্ষণ পর মোম্বাসা ছেড়ে যায় বিমানটি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়