Tuesday, December 22

খালেদার চিকিৎসা করান, বিএনপি নেতাদের বললেন হানিফ


ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির নেতাদের উদ্দেশে বলেছেন, আপনাদের নেত্রী অসুস্থ, তাকে চিকিৎসা করান। কারণ খালেদা জিয়ার নেতৃত্বে শক্তিশালী বিরোধী দল প্রত্যাশা করছে আওয়ামী লীগ। মঙ্গলবার বিকালে রাজধানীর মিরপুর-১২ নম্বর গোল চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে পল্লবী ও রূপনগর থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হানিফ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ায় বিএনপির মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে। তা দেখে দলটির নেত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাই বিএনপি নেতাদের বলবো, আপনাদের নেত্রীর চিকিৎসা করান। আওয়ামী লীগ সুস্থ খালেদা জিয়ার নেতৃত্বে শক্তিশালী বিরোধী দল প্রত্যাশা করে। তিনি বলেন, গতকাল (২১ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদ হওয়া নিয়ে মিথ্যাচারমূলক বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছেন। তার যে বিদ্যার দৌড় তাতে এমন মন্তব্য তিনি করতেই পারেন। খালেদা জিয়া এমন বক্তব্য দিয়ে মূলত রাজাকার ও পাকিস্তানিদের প্রতিষ্ঠিত করতে চাইছেন। পাকিস্তানের এজেন্ট হিসেবে বেগম খালেদা জিয়া স্বাধীন বাংলাদেশের ইতিহাস বিকৃত করছেন। আওয়ামী লীগের এই নেতা বলেন, উনি (খালেদা) নাকি অসুস্থ। তাই আদালতে গেলেন না। অথচ দেশের ইতিহাস বিকৃত করতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে যেতে পারেন। পদ্মা সেতু বাস্তবায়ন স্বপ্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের মধ্যে ষড়যন্ত্র রয়েছে দাবি করে তিনি বলেন, খালেদার এমন বক্তব্য প্রমাণ করে তিনি চক্রান্ত করে সরকার উৎখাত করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চান। আমরা স্পষ্ট বলতে চাই, খালেদার এমন দুঃস্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল ইসলাম খান নিখিল, নগর উত্তর ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়