Thursday, December 17

কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় এবং উৎসব মুখর পরিবেশে ৪৪ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। কানাইঘাট থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর রাত ০০.০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে যথাক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের সময় কিছু উশৃঙ্খল লোকজন কর্তৃক একের পর এক ফটকা ফুটিয়ে আতংক সৃষ্টি করলে শহীদ মিনারে দায়িত্বরত থানা পুলিশ বাহিনীর সদস্যরা তাদের বাঁধা দিলে পুলিশের এক সদস্যকে কতিপয় উশৃঙ্খল লোকজন লাঞ্চিতের চেষ্টা এবং শহীদ মিনারে বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে ফেললে উশৃঙ্খলদের পুলিশ ব্যাপক লাটি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। কিছুক্ষণের মধ্যে শহীদ মিনারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় এবং শান্তিশৃঙ্খলা ফিরে আসে। উশৃঙ্খল ঘটনার সাথে জড়িত থাকার দায়ে এসময় দেলোয়ার হোসেন নামে এক তরুণকে পুলিশ আটক করে গত বুধবার ১৫৪ ধারায় আদালতে সোপর্দ করে। এছাড়া বিজয় দিবসের সূচনালগ্নে সকাল ৯টায় কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কোচ কাওয়াজ, শারীরিক কসরত ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এক মনোজ্ঞ কোচকাওয়াজ অনুষ্ঠিত হয়। তারেক মোহাম্মদ জাকারিয়া কোচকাওয়াজের সালাম গ্রহণ করেন। এছাড়া শারীরিক কসরত ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে নির্বাহী কর্মকর্তা এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কানাইঘাট প্রেসকাব সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বেলা ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধাপরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেল ৪টায় কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ একাদশ বনাম সুধী একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়